ভারতে এ্যাডভেঞ্চার প্রোগ্রামে ঢাবি রোভার গ্রুপ

du rover79ভারত স্কাউটস এন্ড গাইডস এর আয়োজনে ২ থেকে ৮ ফেব্রুয়ারি ২০১৬ ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারিতে অনুষ্ঠিত ১৮তম এ্যাডভেঞ্চার প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি হিসেবে সেবা স্তরের রোভার ও প্রাক্তন সিনিয়র রোভার মেট মো.আল-আমিন অংশগ্রহণ করে।

 

Post MIddle

প্রোগ্রামে অংশগ্রহণকারীরা রক কাইম্বলিং, ব্যাপলিং, উপত্যকা অতিক্রম, ট্রেকিং, হাইকিং, নাইট ট্রেকিং, ক্যাম্পফায়ার, ওয়াটার একটিভিটিজ, ঘোড়া চালনা, রাইফেল ও পিস্তল স্যুটিং, আর্চারি, বাধা অতিক্রম, স্কাউট ওন, ক্যাম্পিং, ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, প্রকৃতি পর্যবেক্ষণ প্রভৃতি কর্যক্রমে অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, ৯ সদস্যের বাংলাদেশ স্কাউটস প্রতিনিধি দল এ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ ছাড়াও ভারত স্কাউটস এন্ড গাইডস এর সহযোগিতায় ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। বাংলাদেশ স্কাউটস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রোভার স্কাউট লিডার ড. নাজমুল হক।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট