বেঙ্গালুরুতে চিতাবাঘের ভয়ে শতাধিক স্কুল সাময়িক বন্ধ
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে চিতাবাঘের ভয়ে শতাধিক স্কুল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
জানানো হয়, বেঙ্গালুরুর ভিবগড় ইন্টারন্যাশনাল স্কুলে গত রোববার স্থানীয় সময় সকালে আট বছর বয়সী একটি পুরুষ চিতাবাঘের উপস্থিতি ধরা পড়ে। এটিকে আটকাতে গিয়ে হামলায় আহত হন কয়েকজন। গত দুদিনে আরও কয়েকটি চিতাবাঘের উপস্থিতির কারণে বেঙ্গালুরুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এতে স্কুল বন্ধ করা হয়।
এর আগে স্থানীয় অধিবাসীরা একটি স্কুলের কাছে বুধবার দুটি চিতাবাঘের উপস্থিতির কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনটি ও বুধবার একটি চিতাবাঘ দেখার কথা শোনা গেছে। এই ঘটনায় শহরে আতঙ্ক নেমে আসে। পূর্ব-সতর্কতা হিসেবে গতকাল ১৩৫ টির মধ্যে ৮০টি ও আজ ১৩৫টি স্কুলই বন্ধ রয়েছে।##
লেখাপড়া২৪.কম/এমএইচ