সিভাসুর মৎসবিজ্ঞান অনুষদে দুই দিনব্যাপী কর্মশালা

_DSC1566চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সমুদ্রসীমা বিজয়ের ফলে গভীর সাগরে মৎস্য আহরণের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তাকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদেরকে গভীর সাগরে মৎস্য আহরণের কৌশল শেখাতে হবে। গভীর সমুদ্রের সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারলে পোশাক শিল্প খাতের চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এজন্য মাৎস্যবিজ্ঞানের সিলেবাস-কারিকুলা সময়োপযোগী করতে হবে।

 

প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ আরও বলেন, বর্তমানে কালচার ফিশ বেশি জনপ্রিয় হচ্ছে। মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। মিঠাপানির মৎস্য প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে দেশে আরও আধুনিক ফিশ প্রসেসিং প্লান্ট গড়ে তুলতে হবে। গভীর সমুদ্রের মৎস্য আহরণের ক্ষেত্রেও ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

 

Post MIddle

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহম্মাদ নুরুল আবছার খানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইফুদ্দীন শাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ফিশারিজ রির্সোসেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. শেখ আহমেদ আল নাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক জয়শ্রী সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান এবং মাৎস্যবিজ্ঞান অনুষদীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দুই দিনব্যাপী কর্মশালায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতায় চলমান উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর অর্থায়নে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।#

 

লেখাপড়া২৪.কম/সিভাসু/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট