ঢাবি ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

IMG_2546বাংলাদেশের আলোকচিত্র শিল্পের বিকাশ চর্চায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি(ডিইউপিএস) সর্বদাই সচেষ্ট। বছরের বিভিন্ন সময় নানা আয়োজনের মধ্যে এ সংগঠনটি নবীন প্রজন্মের আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি আর মেধা বিকাশের সুযোগ তৈরিতে বদ্ধপরিকর ।

 

IMG_2272 copyসৃজনশীলতার পরিচয় অব্যাহত রেখে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করে সংগঠনটির ৮ম বাৎসরিক আলোকচিত্র প্রদর্শনী ‘ EXPLORING THE IMAGINATION’। প্রদর্শনীতে থাকছে ডিইউপিএস সদস্যদের বাছাইকৃত আলোকচিত্র । আলোকচিত্র প্রদর্শনীর বিচারক হিসেবে ছিলেন আবির আব্দুল্লাহ (আলোকচিত্রি-European Press Photo Agency (EPA),Bangladesh Bureau) এবং আলোকচিত্রি সৈয়দ লতিফ হোসাইন।

 

IMG_2713প্রদর্শনীটি মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১৬, বিকাল ৬ টায় দৃক গ্যালারিতে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত। ছিলেন ডঃ প্রোফেসর শাফিউল আলাম ভুঁইয়া chairman (DEPARTMENT OF TELEVISION AND FILM STUDIES)।

 

Post MIddle

IMG_2603সর্বমোট ৬৪ টি একক আলোকচিত্র ও ৫টি ফটো স্টোরি প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনীটিতে । একক আলোকচিত্র গুলোর মধ্যে ১৩টি একক আলোকচিত্র থাকছে ডিইউপিএস দলের ভারত সফরের।

 

আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ৯-১১ ফেব্রুয়ারী ২০১৬, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি আরো থাকছে ক্লাব আড্ডা, ফটো টক এবং কর্মশালা । আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্যে উন্মুক্ত থাকছে।
স্থান : দৃক গ্যালারি (৩য় তলা), ধানমণ্ডি
সময়ঃ ৯-১১ ফেব্রুয়ারী ২০১৬, বিকেল ৩টা -রাত ৮টা

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট