স্টেট ইউনির্ভাসিটিতে তিন দিনব্যাপী স্থাপত্য মেলা
প্রতিবারের মত এবারও স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী “আর্ক ফেস্ট- ২০১৬”।

ধানমন্ডির কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারী এ মেলার চলবে। মেলার প্রথম দিনে থাকছে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শনী, নবীণররণ ও প্রখ্যাত স্থপতি রফিক আজমের প্রজেক্ট প্রেজেন্টেশন। পরের দু’দিন থাকছে চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতি অনুষ্ঠান।
লেখাপড়া২৪.কম/স্টেটইউ/পিআর/এমএএ