কুয়েট ফজলুল হক হলে নবীনবরণ ও প্রীতিভোজ
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ফজলুল হক হলে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ফজলুল হক হলের প্রভোষ্ট কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: মাহবুব আলম, তড়িত ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: ওসমান গণি এবং ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ