ঢাবি উপাচার্যের সঙ্গে বীণা সিক্রির সাক্ষাৎ

Indian HC Pictureবাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই-কমিশনার বীণা সিক্রি (০৭ ফেব্রুয়ারি ২০১৬) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় নয়া দিল্লীস্থ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান স্টাডিজ-এর চেয়ারপার্সন অধ্যাপক আশ্বিনী কে. মহাপাত্র এবং ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ড উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Post MIddle

বীণা সিক্রি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপক প্রশংসা করে বলেন, এদেশের জনগণ খুবই সৎ ও আন্তরিক। উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট