নোবিপ্রবিতে বহিরাগত সন্ত্রাসীকে থানায় সোপর্দ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুর পাড়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে মো: ইমদাদুল করিম নামে এক সন্ত্রাসীকে মঙ্গলবার দুপুর আনুমানিক ২.৩০টায় সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুর আনুমানিক ১.৩০টায় পুকুর পাড়ে শিক্ষার্থীদের উপর হামলা করে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী।
শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন; এ সময় অভিযুক্ত ইমদাদুল করিম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও নিরাপত্তারক্ষীদের (আনসার) হত্যার হুমকি দেয়। তার বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।#
লেখাপড়া২৪.বম/আরএইচ