ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতি

IUইসলামী বিশ্ববিদ্যালয় আইন ও মুসলিম বিধান বিভাগে উদ্ভুত পরিস্থিতি প্রসঙ্গে কর্তৃপক্ষ এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে বলা হয়, বিভাগটিতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত ও অনাকাক্সিখত। সংশ্লিষ্ট উভয় পক্ষের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে একাধিকবার আলোচনা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সৃষ্ট সমস্যা নিরসনে বিবদমান পক্ষগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছেন। যথাশীঘ্র একটি সমাধানে পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ আন্তরিক।

 

Post MIddle

আইন ও মুসলিম বিধান বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে। ঘোষিত কর্মসূচি ও আল্টিমেটাম প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। বিভাগের ক্লাস-পরীক্ষা বিঘœ করে এমন কোন পদক্ষেপ কোন পক্ষই গ্রহণ করবেন না বলে কর্তৃপক্ষ মনে করে। বিবৃতিতে বিভাগের শিক্ষার্থীদের সেশনজ্যামের দুর্ভোগের বিষয়টিকে মাথায় রেখে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

 

লেখাপড়া২৪.কম/ইবি/এমএএ

পছন্দের আরো পোস্ট