কুবির উপাচার্যকে শুভেচ্ছা জানালো কুবিসাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, নবনির্বাচিত কমিটির সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল্লাাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাাহ আল মুসাইব, অর্থ সম্পাদক মতিউর রহমান, তথ্য ও পাঠাগার সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, কার্যনির্বাহী সদস্য. এস এস জোবায়ের ও মোঃ জাহিদুল ইসলামসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য ও সহযোগী সদস্য বৃন্দ।

এ সময় কুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বস্ড়ুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
উলেখ্য, ২৮ জানুয়ারী কুবিসাসের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল/এমএএ