কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার
২০১৫-২০১৬ ইং শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল সোমবার শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদেরন বরণ করে নেওয়ার কোন পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রযেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভাগগুলো আলাদাভাবে শিক্ষার্থীদের বরণ করে নেবে বলে কয়েকটি বিভাগের সাথে কথা বলে জানা গেছে।
এদিকে বিজ্ঞান অনুষদভূক্ত ৫টি বিভাগের শিক্ষার্থীদের এবারই প্রথম একসাথে বরণের উদ্যোগ নিয়েছে অনুষদের কর্তাব্যক্তিরা। আগামী মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফের উপস্থিতিতে এ অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে বলে জানান অনুষদ প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ১৯টি বিভাগে ১০১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।