নর্থ সাউথে ঢাকা এন আরবান রিডার শীর্ষক বই প্রকাশনা

Book Unveiled 1নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে ‘ঢাকা-এন আরবান রিডার’ শীর্ষক বই প্রকাশনা ও প্রকল্প প্রদর্শন অনুষ্ঠিত । সম্প্রতি (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় সেমিনার হলে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি (দক্ষিন) কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

 

‘ঢাকা-এন আরবান রিডার’ বইয়ে গত দশ বছরে ঢাকাকে আধুনিকায়ন করার পরিকল্পনা কিভাবে কাজ করেছে, কতোটা কাজ করেছে টা তুলে ধরা হয়। এনএসইউ আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, বর্তমানে কিংডম ইউনিভার্সিটি, বাহরাইন এর ডীন অধ্যাপক মাহবুবুর রহমান সম্পাদিত এবং ইউনিভার্সিটি প্রেস লিঃ কতৃক প্রকাশিত বইয়ের উপর পর্যালোচনা করেন অধ্যাপক নুরুল আমিন এবং অধ্যাপক আক্তার মাহমু।

 

Post MIddle

এনএসইউ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী বইয়ে প্রকাশক, লেখক এবং নগর প্রধানের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক বিশ্বের আদলে ‘নগর সরকার ব্যবস্থা’ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

 

মেয়র বলেন, নগরবাসীরসহযোগিতায় সমস্যার পাহাড় সরাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বাঁধার মুখে ঝুঁকি নিচ্ছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি এনএসইউ আর্কিটেকচার শিক্ষার্থীদের তৈরী প্রকল্প মডেলসমূহ প্রদর্শন শেষে ঢাকা শহর নিয়ে কাজ করার আহ্বান জানান।

 

এসময় অন্যান্নের মধ্যে অধ্যাপক হারুন-অর রশিদ, অধ্যাপক কাজী আজিজুল মওলা, মুস্তবা আহসান উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট