কুবিসাসের নয়া কার্যনির্বাহী পরিষদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালেরকণ্ঠের রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মাদ শফিউল্লাহ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক রবি।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি তোফায়েল আহমেদ (দৈনিক খবরপত্র), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুসাইব (ডেইলি সান), কোষাধ্য¶ মতিউর রহমান, (দৈনিক সকালের খবর), তথ্য পাঠাগার সম্পাদক মোঃ আলমগীর হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), কার্যনির্বাহী সদস্য ১. এস এস জোবায়ের (আমাদের সময়), ২. মোঃ জাহিদুল ইসলাম (দ্যা রিপোর্ট ২৪ডটকম)।
নির্বাচন পর্যবেক্ষক ছিলেন, সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশক ড. মুহম্মদ আহসান উল্যাহ, সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, মোঃ আব্দুর রহমান ও কাজী কাউছার হামিদ।
এদিকে সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, থিয়েটার কুবি, অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, পাঠাগার আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।