উত্তরা ইউনিভার্সিটির শীতবস্ত্র ও কম্বল বিতরণ

উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কামারিয়া ইউনিয়নে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি রোববার বিকেলে কামারিয়া গণপাঠাগারের সহায়তায় শতাধিক কম্বল এবং প্রবীণ, নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের জন্য দুই হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়।


কামারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এসব বিতরণ করেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিচালক রহমান মুস্তাফিজ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা শীতবস্ত্র ও কম্বল শিক্ষার্থীদেও কাছে হস্তান্তর করেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৮৪