ইস্টার্নে “এশিয়ান সম্প্রদায়: অর্থনীতি ও সংস্কৃতি” কোর্স

Picture২ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) উদ্যোগে এবং ওয়ান এশিয়া ফাউন্ডেশন, জাপান এর অর্থায়নে সোমবার (২৫ জানুয়ারি ২০১৬) তারিখে উদ্বোধন হলো “এশিয়ান সম্প্রদায়: অর্থনীতি ও সংস্কৃতি” শীর্ষক কোর্সের। এ উপলক্ষে ইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সাথে জাপানের কায়েতসু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাফুমী সাতোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউ’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, কোর্সের অতিথি শিক্ষক অধ্যাপক ড. এ.কে.এম মোয়াজ্জেম হোসাইন, রেজিস্ট্রার, উপদেষ্টা, চেয়ারপার্সন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

 

খ্যাতনামা এশিয়ান শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল উক্ত কোর্সটি পরিচালনা করবেন। তারা “এক এশিয়া” গড়তে করণীয় এবং এশিয়ান সম্প্রদায়ের অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এইচএসসি বা সমমান পাশকৃত শিক্ষার্থী অথবা যে কোন প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিও এতে অংশ নিতে পারবেন। থাকবে বৃত্তির সুযোগ। আগামী এপ্রিল মাসে কোর্সের সমাপনি অনুষ্ঠানে ওয়ান এশিয়া ফাউন্ডেশনের সভাপতি মি. ইওজি সাতো উপস্থিত থাকবেন। এই কোর্সের মাধ্যমে পুরো এশিয়া মহাদেশের সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠবে।##

Post MIddle

Picture

লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৮৫

পছন্দের আরো পোস্ট