রোবটিকে প্রথম সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি
খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীতে (কুয়েট) অনুষ্ঠিত ঞবপযভরবংঃধ ১৬-এর রোবটিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করে বাজিমাত করল সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি। দেশের স্বনামধন্য মোট ৪৬ টি বিশ্ববিদ্যালয়েকর মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্র রাজু আহমদের তৈরী রোবট প্রতিযোগিতায় প্রথম হয়।
রাজুর এ সাফল্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ