ঢাবিতে রবীন্দ্র নাট্য বিনির্মিত নাটক প্রদর্শনী কাল
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের চ-ালিকা, চিত্রাঙ্গদা ও ডাকঘর অবলম্বনে বিনির্মিত ‘প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা’ শীর্ষক নাটক-এর ৩-দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৩জানুয়ারি শনিবার থেকে ২৫ জানুয়ারি ২০১৬ সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নাট-ম-ল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০মিনিট থেকে নাটকটি মঞ্চস্থ হবে।
উল্লেখ্য, বিভাগের ৩য় বর্ষ শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক শাহমান শাহরিয়ার। গত ৮ জানুয়ারি ২০১৬ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ##
লেখাপড়া২৪.কম/ঢাবি/এমএইচ-৪৭৬