সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

adadecd8-6da9-481d-a3c3-81074de98901অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন বলেন, তথ্য ও প্রযুক্তিতে পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দপ্তরের অনলাইনে মানুষ সেবা গ্রহণ করছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের পরিষেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এ অগ্রগতির ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ফলে। সব কিছুতেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর যে রুপকল্প ২০২১ এর মধ্যে বাংলাদেশ কে মধ্যম আয়ের একটি উন্নত সংবেদনশীল দেশ ও ডিজিটাল বাংলাদেশের ঘোষনা দিয়েছিলেন তা অনেকখানি সফল হয়েছে। দেশের উন্নয়নে প্রযুক্তিকে কাজে লাগানোর কোন বিকল্প নেই।

 

04de064a-5700-43d9-ac2f-9a48f9d069a1শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ইউআরডি) মনোয়ার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদাচ্ছেছর হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী।

 

Post MIddle

এছাড়া উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শেখ মুহসীন আলী, সরকারি কলেজের উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আযাদ, অধ্যাপক মফিজুল ইসলাম, অধ্যাপক আসাদুল ইসলাম, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী প্রমুখ।

 

ডিজিটাল মেলায় সরকারি ও বেসরকারি ৫১টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফিয়া আক্তার।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৭৮

পছন্দের আরো পোস্ট