চট্টগ্রাম ভেটেরিনারিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

_DSC0289ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন, ভেটেরিনারি হাসপাতাল পরিচালক ডা. রায়হান ফারুক, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মজিবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, হল প্রভোষ্ট, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।

 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছেন-ছাত্রদের মধ্যে যুগ্মভাবে আব্দুল কাদের রবিন ও কাইয়ুম খান, রানার্স আপ হয়েছেন শ্রীকান্ত বিশ্বাস। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন-মুনকিরাতুল জান্নাত, রানার্স আপ হয়েছেন নার্গিস সুলতানা পাপিয়া।

 

প্রতিযোগিতার মুল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব ও দ্রুততম মানবী হয়েছেন যথাক্রমে আব্দুল কাদের রবিন এবং জান্নাতুল আদন আনিকা।

 

Post MIddle

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন:

২০০ মিটার স্প্রিন্টে বিজয়ী ছাত্র কাইয়ুম খান। ২০০ মিটার স্প্রিন্টে বিজয়ী ছাত্রী জান্নাতুল আদন আনিকা।৪০০ মিটার স্প্রিন্টে বিজয়ী হলেন আব্দুল কাদের রবিন। ৮০০ মিটার দৌড়ে বিজয়ী হলেন- শ্রীকান্ত বিশ্বাস। ১৫০০ মিটার দৌড়ে বিজয়ী হলেন- শ্রীকান্ত বিশ্বাস।

বিকালে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মজিবুর রহমান।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৮১

পছন্দের আরো পোস্ট