নোবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু

noakhali universityনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২২ জানুয়ারি (শুক্রবার) থেকে শীতকালীন ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এ দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের কারনে বেশ কিছুদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়ে যায় ফলে তারা এই শীতকালীন ছুটির পক্ষে অসন্তোষ প্রকাশ করে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগিরুল আলম বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা নিতে না পারায় তারা এখন শুক্র, শনিবার ক্লাস নিচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারবেনা। তিনি তীব্র সেশনজট এর আশংকা করছেন।

 
এ দিকে ছুটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হলগুলো ছাড়তে শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয়ের আশে পাশের মেসগুলোতেও শিক্ষার্থীদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১ ফেব্রুয়ারি থেকে এবং প্রশাসনিক কার্যক্রম ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানা গেছে।#

 

লেখাপড়া২৪.কম/কামরুল/আরএইচ

পছন্দের আরো পোস্ট