ঢাবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান অধ্যাপকের সাক্ষাৎ
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ণ সিডনি ইউনিভার্সিটির উচ্চশিক্ষা গবেষণা প্রকল্পের পরিচালক এবং স্কুল অব ল’-এর অধ্যাপক ড. দাউদ হাসান আজ (২০ জানুয়ারি ২০১৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কাউসার আহাম্মদ এবং ওয়েস্টার্ণ সিডনি ইউনিভার্সিটির কয়েকজন পিএইচ.ডি গবেষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে “ওশিয়ান গভর্ণন্যান্স সেন্টার” প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ণ সিডনি ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেন।