যুব সংগঠন প্রাপ্ত ধ্রুবতারার শীতবস্ত্র বিতরন

20160118_112916মুক্তিযোদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত কয়েকবার জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন পদক প্রাপ্ত ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালীতে আসহায় দুস্থদের মধ্য শীতবস্ত্র বিতরন করেছে।

 

বাংলাদেশ ব্যাংক ও ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় শনিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলার কমলাপুর ইউনিয়নের চরবলইকাঠীতে শতাধিক মানুষের মধ্য এ শীতবস্ত্র বিতরন করা হয়। এছাড়াও জেলার বাউফল ও রাঙ্গাবালী উপজেলায় কম্বল বিতরন করা হবে।

 

Post MIddle

পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্ঠা ও শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলামের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবঃপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মিলন দাস, সাধারন সম্পাদক ও পটুয়াখালী অনলাইন প্রেসক্লাবের দপ্তর সমাপাদক মোঃ জহিরুল ইসলাম, স্থানীয় গন্যমান্য মোঃ ফখরুল ইসলাম বাবুল, উপধ্যক্ষ মাওঃ ফারুক হোসেনসহ জেলা কমিটির রিয়াজুল ইসলাম, সোহাগ মিয়া, আরিফুর রহমান, সোহেল নিয়াজ মাখদুম, ইলিয়াছ, কাওসার, অলিউল্লাহ ও নাইম প্রমুখ।

 

8d37bb36-65d3-4f1f-8199-f6ad9f4932ee

পছন্দের আরো পোস্ট