ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর ভার্সিটি অধ্যাপকের সাক্ষাৎ
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক পলিসি’র অধ্যাপক ড. জন ভং মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০১৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম এবং প্রভাষক ইবনে আয়াজ রানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয়।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ