গণবিতে মানসম্মত  শিক্ষাদান বিষয়ে কর্মশালা

????????????????????????????????????

আন্তজার্তিক মানের কোর্স কারিকুলাম তৈরি এবং বাস্তবসম্মত শিক্ষাদানের লক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে “সলিডারিটি ওয়ার্কশপ অন সেলফঅ্যাসেসমেন্ট অ্যাট প্রোগ্রাম লেবেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি,) একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন ও স্বাস্থ্য ওচিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল- করিম খান উপস্থিত ছিলেন।

 

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিজিওথেরাপী বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান সরনরাজ পালানিভেল। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরতফিজিওথেরাপিস্ট, বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী  ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেন।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক এবং অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধানঅধ্যাপক ড. মো মোস্তাফিজার রহমান।

 

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষণ ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরীকমিশন কর্তৃক পরিচালিত হেকেপ প্রজেক্টের আওতায় ধারাবাহিকভাবে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এ কর্মশালার আয়োজন করছে।#

 

 

লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/আরএইচ

 

 

পছন্দের আরো পোস্ট