সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নবীনবরণ

DSC00378সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিক নিয়মে সূর্যোদয় হলেও সোমবার সকালের সুর্যোদয় ছিল সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নবীণ শিক্ষার্থীদের এক উজ্জ্বল ইতিহাস। সকাল ৯টায় যখন আস্তে আস্তে পৃথিবীতে আলো ছড়াচ্ছিল সূর্য, সাথে সাথে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসও মুখরিত হচ্ছিল নবীণদের পদচারণায়। সোমবার সকালে কলেজ চত্বরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সর্বস্তরে নারীদের শিক্ষা নিশ্চিকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, সমতা-শ্রমে অংশ নেওয়া, নারী উদ্যোক্তা তৈরিতে প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধিসহ নারীর দক্ষতা বাড়াতে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বর্তমান সরকার। অর্থনৈতিক ক্ষেত্রে শতকরা ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ জোরদার করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। নারীদের পথ চলায় বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেসব পদক্ষেপ চলমান তাতে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের প্রতিটি সূচকেই বাংলার নারীদের অবস্থান আরও সুদৃঢ় হবে।’

 

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এস.এম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী। স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ উদ্যাপন কমিটি’র আহবায়ক স্বপন কুমার ঘোষ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলী, প্রভাষক শফিকুর রহমান পরাগ, দিবা মন্ডল প্রমুখ। নবীণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া ও হাফসা মীম । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অলিউর রহমান। আলোচনা সভা শেষে নবীণ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

DSC00383

পছন্দের আরো পোস্ট