আন্তর্জাতিক সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান

photo-1431013524ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান Bridging Diverse Cultures Towards an Inclusive Asia and Pacific Community শীর্ষক তিনদিন ব্যাপী ১৫-১৭ জানুয়ারি ২০১৬ তারিখে ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন। সম্মেলনটি ইস্ট-ওয়েস্ট সেন্টার এবং ইস্ট-ওয়েস্ট সেন্টার অ্যাসোসিয়েশন অব হনলুলু হাওয়াই, ইউএসএ-এর দ্বি-বার্ষিক ইভেন্ট। সম্মেলনে ২৬টি দেশের ২৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে ফিলিপাইনের প্রেসিডেন্ট Benigno S Aquino অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন। প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রবৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, একবিংশ শতাব্দীতে এশিয়া প্রশান্ত -মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ বিশ^কে শাসন করবে। তিনি বলেন যে, ধর্মের নামে সন্ত্রাস ও অসহিষ্ণুতা শান্তিই শুধু বিনষ্ট করে না বরং এটি জাতিকেও ধ্বংস করে। এ অঞ্চলের দেশসমূহের শক্তি নিহিত আছে বৈচিত্র্যের মধ্যে যা শতশত বছর বিরাজমান।

 

Post MIddle

প্রফেসর মান্নান শিক্ষার অতীত ও ভবিষ্যৎ Educaton past and future শীর্ষক এক অধিবেশনে বক্তা হিসেবে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সফলতা নিয়ে আলোকপাত করেন এবং বলেন যে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি আরও বলেন যে, এ অঞ্চলের দেশসমূহের প্রাকৃতিক সম্পদ না থাকতে পারে কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে যুবশক্তি যা দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। সম্মেলনে অন্যান্য বক্তারা ধর্ম ও বিশ^াসের নামে দক্ষিণ এশিয়ার কিছু দেশে জঙ্গী ও উগ্রবাদের হুমকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট