খুবির শিক্ষক সমিতির মানব
আজ (১৭ জানুয়ারি) রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে এক মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব-বন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি শিক্ষকদের যৌক্তিক দাবী মেনে নিয়ে শিক্ষকদের কর্মস্থলে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন বলে অনুরোধ জানান। সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব-বন্ধন সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ সারওয়ার জাহান।
আজও বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে শিক্ষকবৃন্দ বিরত রয়েছে। মানব-বন্ধনে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৬৭১