বিইউএএ ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ জানুয়ারি
বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন (বিইউএএ) সাতক্ষীরা জেলার শাখার ত্রি বার্ষিক নির্বাচন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আজগর-রকিব পরিষদ ও কাশেম শিকদার- আমিরুল পরিষদ এর দুটি প্যানেলে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে সভাপতি পদে হাকীম জি.এম আজগর আলী ও হাকীম এম.এ কাশেম শিকদার, সহ সভাপতি পদে হাকীম মোঃ সেকেন্দার আলী ও হাকীম প্রভাষক আজাদ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে হাকীম মোঃ আব্দুর রকিব ও হাকীম আমিরুল ইসলাম। এছাড়া ১২টি পদে দুটি প্যানেলে মোট ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ নির্বাচনে নির্বাচন কমিশনারেরর দায়িত্ব পালন করবে মোস্তাফিজুর রহমান উজ্জল, এম. ঈদুজ্জামান ইদ্রিস ও হাফিজুল আল মাহমুদ।#
লেখাপড়া২৪.কম/আর/আরএইচ