রাবি খুলেছে, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

Rajshahi-University-টানা ১৫ দিনের শীতকালীন ছুটি শেষে শনিবার খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বন্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকায় অনেক আগেই ক্যাম্পাসে এসেছেন শিক্ষার্থীরা। তবে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষা শুরু নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

 

এর আগে গত ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম। ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের বিভিন্ন বর্ষের চুড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে তা স্থগিত করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির ডাকে রাজশাহীতেও এই কর্মবিরতি ১১ জানুয়ারি থেকে চলছে। শীতকালীন ছুটি থাকায় ক্যাম্পাসে ক্লাস বন্ধ ছিল। তবে এরমধ্যে কোনো বিভাগের পরীক্ষা নেওয়া হয়নি। ক্যাস্পাস খুললেও একই কর্মসূচি পালন করা হবে। দাবি মানা না হলে রোববার থেকে কর্মবিরতির সঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

 

Post MIddle

তিনি আরও বলেন,‘ শিক্ষকদের আন্দোলনকে অবহেলা করা হচ্ছে। যাতে করে আগামীতে দেশের ক্রান্তিলগ্নে শিক্ষক সমাজ কোনো আন্দোলনে ভূমিকা রাখতে না পারে। সেজন্য দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা হচ্ছে এই আন্দোলনকে। যেন পরবর্তীতে আর কোনো আন্দোলনে ভূমিকা রাখতে না পারে। অথচ শিক্ষকরাই একসময় স্বৈরাচারবিরোধীসহ বিভিন্ন আন্দোলনে নেমে সফল হয়েছেন। এই আন্দোলনেও শিক্ষক সমাজ পিছু হটবে না।’

 

এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে গত ১২ জানুয়ারিতে হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ ও রসায়ন বিভাগের মাস্টার্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকদের ধর্মঘটের কারণে স্থগিত হয়েছে দর্শন বিভাগ ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের চুড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও ব্যবস্থাপনা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ আরও একাধিক বিভাগের চুড়ান্ত পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

 

প্রসঙ্গত, শীতকালীন ছুটিতে গত ১ জানুয়ায়ি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর শনিবার থেকে পূনরায় একাডেমিক কার্যক্রম চালু হওয়ার কথা। তবে শিক্ষকদের কর্মবিরতির কারণে তা অনিশ্চয়তায় পড়েছে।#

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ

পছন্দের আরো পোস্ট