ঢাবি উপাচার্য কর্তৃক শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে আজ (১৬ জানুয়ারি) শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, রোভার স্কাউট লিডার জনাব মাহমুদুর রহমান ও ড. ফাতিমা আক্তার, সিনিয়র রোভার মেট মোস্তাফিজুর রহমানসহ সকল স্তরের রোভাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০৬৬৪