আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের-২০১৫ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, কৃতি শিক্ষার্থীরা এবং অভিভাবকরা।#
লেখাপড়া২৪.কম/আরএইচ