প্রকৃতি সংরক্ষন পুরষ্কার পেল এনএসইউ আর্থ ক্লাব

NSU Earth Club Picনর্র্থ সাউথ ইউনিভার্সিটি’র (এনএসইউ) আর্থ ক্লাব ‘প্রকৃতি সংরক্ষন’ পুরষ্কার পেল। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক চ্যানেল আই প্রাঙ্গনে সদ্য সমাপ্ত (৯ জানুয়ারী) ‘প্রকৃতি মেলা ২০১৬’ অনুষ্ঠানে পুরষ্কার প্রদান করা হয়। এন এস ইউ হেলথ ও লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক জি ইউ আহসান এবং আর্থ ক্লাবের প্রেসিডেন্ট তামান্না আহমেদ পুরষ্কার গ্রহণ করেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার বাবু পুরষ্কার তুলে দেন।

 

Post MIddle

এ সময় অন্যান্যের মধ্যে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এনএসইউ পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো: জাকারিয়া, ক্লাব উপদেষ্টা তাহমিদ হক উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৬৫০

পছন্দের আরো পোস্ট