বেরোবিতে ইয়ুথ লিডার্সশীপ ট্রেনিং শুরু

ACYLT_Rangur_1তরুণ যুবাদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইয়ুথ লিডার্সশীপ প্রশিক্ষণ কর্মসূচি।

 

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি’র উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপিত প্রফেনর ড. আর. এম. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোরশেদ হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও মোঃ তাবিউর রহমান প্রধান।

 

Post MIddle

ব্রিটিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেন্স প্রজেক্টের সহায়তায় আয়োজিত চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন তরুণ অংশগ্রহণ করছে। এই প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন সিসিডি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর তাসিন আশরাফী শুভ্র, এ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর বৃষ্টি হোসেন ও তাহমিদ অন্ত এবং অর্গানাইজার তাজিউল সরকার।

 

লেখাপড়া২৪.কম/বেরোবি/পিআর/এমএএ-০৬৩৪

পছন্দের আরো পোস্ট