হল্যান্ডের স্টেনডেন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ
হল্যান্ডের স্টেনডেন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপসহ আন্ডারগ্রাজুয়েট তথা অনার্স পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। হল্যান্ডের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ বৃত্তি দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারী, ২০১৬।
কোর্স লেভেল: অনার্স পড়ার জন্য এ বৃত্তি দেয়া হবে ।
বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী স্টেনডেন বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়েই পড়তে পারবে।
বৃত্তির পরিমাণ: নির্বাচিত শিক্ষার্থীকে মোট পাঁচ হাজার ইউরো আর্থিক সহায়তা দেয়া হবে। এর বাইরে অন্য সকল ব্যয় শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে।
যোগ্যতা:
• অনার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় যোগ্যতা
• আইএলটিএস এ ন্যুনতম স্কোর ৬.০০ থাকতে হবে
• নেতৃত্বের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হবে
আবেদনপ্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। কভার লেটারসহ পূরণকৃত আবেদনপত্র io@stenden.com এই ঠিকানায় ইমেইল করতে হবে। পরবর্তীতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ভাইভা ও অন্যান্য পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনপত্র ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংক ব্রাউজ করুন- https://goo.gl/rUZzKj
লেখাপড়া২৪.কম/মিসবাহ/আরএইচ