শাবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীনবরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান,প্রকৌশল) ১ম বর্ষ ১ম সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ রবিবার অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবীনবরণ অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় অনুষ্ঠান শুরুর আগে নতুন শিক্ষার্থীদের পরিচয়পত্র, সিলেবাস, মাইগ্রেশন ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র দেয়া হবে। বাস্কেটবল মাঠে তৈরী ভ্রাম্যমান সংশ্লিষ্ট বিভাগের তাবু থেকে শিক্ষার্থীদের এসব জিনিসপত্র সংগ্রহ করতে হবে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৫৯৩