বাকৃবির সংগঠন ‘ঘাসফুল’ এর শীতবস্ত্র বিতরণ
আর্ত মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘ঘাসফুল’ এর উদ্দ্যগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ জানুয়ারী) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালীপ্যাডে ক্যাম্পাসের আশেপাশের এলাকার দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘ঘাসফুল’ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পরাগ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান আসিফ তপুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেদী হাসান নোমান, ছাত্রলীগ নেতা এস.এম রায়হান, তায়েফুর রহমান রিয়াদ, নাজমুল আলম শুভ, জমিদার হুমায়ুন কবির, শাহরিয়ার মনির, কামরুল হাসান কামুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রায় ২০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লেখাপড়া২৪.কম/বাকৃবি/রহমান/এমএএ-০৬০২