রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্ববর্তী এলাকার অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ প্রাঙ্গনে এ বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মনিমুল হক, ফাউন্ডেশনের সভাপতি আবু হোরায়রা, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান শাহ সহ সুমন, নাফিসা, কারিম, নিউটন, শরিফ, কান্তি, লেমন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত অসহায়, দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।#
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ