কুবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া প্রতিশতি পূরণ এবং অন্যান্য অসংগতি দুরীকরনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত— বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মুহম্মদ আহসান উল্যাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/কুবি/পিআর/এমএএ-০৫৮১