ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের শীতবস্ত্র বিতরন
ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের উদ্যোগে ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ফরএবল প্লে স্কুল, চট্টগ্রাম, মারি কুরি স্কুল,ঢাকা, এইচকে সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এমএস মুড এশিয়া লিমিটেড এর সহযোগিতায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র রবিবার সকাল ১১টায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের বলিদাপাড়াস্থ প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের জাতীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম কাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ শাহজালাল ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এজিএম আহসানুল কবির মুক্ত।
প্রত্যাশা ২০২১ ফোরামের সহসভাপতি ও অনলাইন নিউজপেপার সকালের আলোর সম্পাদক এস মে আজাদ হোসেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডে প্রোগ্রাম অফিসার গাজী আনিকা আসলাম, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জের সভাপতি শহিদুল ইসলাম, জান্নাতুল নাইম, শিমুল, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, মনির হোসেন, রাজু আহমেদ শাহিন, বশির আহমেদ চন্দন প্রমুখ। অনুষ্ঠানে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল, সোয়েটারসহ শীতবস্ত্র বিতরন করা হয়।