ড্যাফোডিল বাজারে আনলো ডিজিটাল পোডিয়াম

image002ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বাজারে আনলো আধুনিক প্রযুক্তি সম্বলিত ডিজিটাল পোডিয়াম। এতে রয়েছে একটি কোর আই থ্রি কম্পিউটার, একটি ১৯ ইঞ্চির টাচ্ ইন্টারেকটিভ মনিটর এবং ৭ ইঞ্চির টাচ্ কন্টোল প্যানেল, ওয়ারলেস হ্যান্ড এবং কলার মাইক্রোফোন, গোসনেক মাইক্রোফোন, এমপ্লিফায়ার ইত্যাদি।

 

এই ডিজিটাল পোডিয়াম এর কন্ট্রোল প্যানেল হতে ক্লাস রুম, মিটিং রুম কিংবা কনফারেন্স রুম এর সাউন্ড সিষ্টেম প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রীন এডিশানাল ল্যাপটপ ভিডিও লাইজার, ইন্টারেকটিভ হোয়াইট বোর্ড স্মার্ট বোর্ড নিয়ন্ত্রন করা যায়।
বিস্তারিত জানার জন্য:- www.daffodil-bd.com ভিজিট করুন। অথবা কল করুন ৯১১৬৬০০, ০১৭১৩৪৯৩১৬৮ এই নম্বরে।#

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট