গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে কুয়েটে আনন্দ মিছিল

kcl (2)৫ জানুয়ারী গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। কুয়েট ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন নয়ন এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২ টায় অডিটরিয়ামের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।

 

মিছিলটি কুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দূর্বার বাংলা”র পাদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময়, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল হলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/নয়ন/এমএএ-০৫৬৭

পছন্দের আরো পোস্ট