ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10 COPYবাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি আজ (৪ জানুয়ারি ২০১৬) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে জীববিজ্ঞান, ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, শিল্প, চলচ্চিত্র এবং টেলিভিশন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, ইরান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সেদেশে উচ্চশিক্ষা বৃত্তি প্রদানে আগ্রহী। এছাড়া, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু করতে চায়। এসব বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে তারা সম্মত হন।

 

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ এবং ইরানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট