পুসাব এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক বই

pusabআজ (৩ জানুয়ারি) বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসঅ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি সহায়ক বই প্রদান করা হয়। পুসাবের সভাপতি জাবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাবিপ্রবি শিক্ষার্থী হুসাইন আহমেদ আকাশ সংগঠনটির পক্ষ থেকে অধ্যক্ষের কার্যালয়ে এসব বই তুলে দেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিমলাংশু রায় তা গ্রহন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার সারোয়ার আলম, কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ প্রমুখ।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ বলেন, ‘তোমাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরিষদ থেকে কোন ধরনের সহায়তার দরকার হলে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

 

অধ্যক্ষ বিমলাংশু রায় বলেন, ‘আমি আনন্দিত হই যখন জানি এ অঞ্চলের শিক্ষার্থীরা তাদের উত্তরসূরীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের করমকান্ড গ্রহন করে। আমি তোমাদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

Post MIddle

 

পুসাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘এসব বই দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে দ্বাদশ শ্রেণির শিক্ষারথীরা এখন থেকেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে তা জানতে পারে, যাতে করে তারা ভর্তি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে সহায়ক হয়।’

 

সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ আকাশ বলেন, ‘ভর্তি পরীক্ষায় জয়ী হতে হলে ভালোভাবে মূল বই পড়ার বিকল্প নাই। এসব পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে তা শিক্ষার্থীদের অজানা। তাদেরকে প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পরকে ধারণা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেস্টা।’

 

উল্লেখ্য যে, ২০১৪ সালের ৩০ জুলাই এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। উপজেলা হতে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া এ সংগঠনটি ইতিমধ্যে উপজেলা হতে যারা এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হয়েছে তাদের সংবর্ধনা; ক্যারিয়ার বিষয়ক ক্যাম্পেইন; বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান আয়োজন করেছে।

 

লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৫৪৫

পছন্দের আরো পোস্ট