ইউজিসি চেয়ারম্যানের সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

DSC_1779ড. আব্বাস বাইজি, অ্যাম্বাসডর এক্সট্রাঅর্ডিনারি এন্ড প্লেনিপটেনশিয়ারি অব দা ইসলামিক রিপাবলিক ইরান, ঢাকা আজ (০৩.০১.২০১৬) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মুসা হোসেনি, কালচারাল কাউন্সিলর, আজগর খসরু আবাইদি, ডেপুটি কালচারাল কাউন্সিলর, অ্যাম্বাসি অব দা ইসলামিক রিপাবলিক ইরান, ঢাকা, শামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচাল, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা এবং মির আনসারী, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি অব ইরান।

 

রাষ্ট্রদূত এসময় বলেন যে, ইরানের বিশ্ববিদ্যালয়সমূহ বাংলাদেশী বিশ্ববিদ্যালয়সমূহের সাথে শিক্ষা ও গবেষণায় গভীরভাবে কাজ করতে আগ্রহী। যেসমস্ত বাংলাদেশী শিক্ষার্থী ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে ডিগ্রি অর্জন করেছে তারা বাংলাদেশে তাদের অর্জিত ডিগ্রির সমতাবিধানের বিষয়ে ইউজিসি’র সহযোগিতা চায়।

 

Post MIddle

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও ইউজিসি সচিব ড. মোঃ খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/ইউজিসি/পিআর/এমএএ-০৫৩৭

পছন্দের আরো পোস্ট