মনসুর আলীর পিএইচ.ডি ডিগ্রি লাভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩০তম সভায় পদার্থবিজ্ঞান বিভাগের পিএইচ.ডি গবেষক মো. মনসুর আলীকে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়েছে। মো. মনসুর আলী কর্তৃক দাখিলকৃত Characterization of SrxB1-xTiO3 Sintered at different temperature and pressure শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা কর্ম সম্পন্ন করেন। তাঁর যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন বিসিএসআইআর এর ড. আবদুল গফুর। ইতোপূর্বে ড. মনসুর আলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ¯œাতক (সম্মান), ¯œাতকোত্তর ও এম.ফিল ডিগ্রি লাভ করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে কর্মরত। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের আকবর আলী ও নেছারুন্নেসার ছোট সন্তান।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/আরএইচ