সিভাসুতে দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান

cvasuচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভ-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামাী ২ জানুয়ারি ২০১৬ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এ- টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান।
 

Post MIddle

৩ জানুয়ারি ২০১৬ রবিবার সকাল ১০ টায় শিক্ষাবর্ষ সমারম্ভ-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত থেকে নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ।#

 

 

লেখাপড়া২৪.কম/সিভাসু/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট