বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০১৫) ইংরেজি নববর্ষ পালনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জননিরাপত্তামূলক কতিপয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বাইরের কোনো ব্যক্তি কিংবা যানবাহন ঢুকতে দেয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত আবাসিক সকল লোকজনকে রাত ৮টার মধ্যে নিজ নিজ বাসায় প্রবেশ করার অনুরোধ করা হয়েছে।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৫১৮৬