বিইউএফটিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলোজিতে (বিইউএফটি) সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ ইউনিভার্সিটি বাংলা ও ইংরেজি বিতর্ক ২০১৫। বিজিএমইএ ইউনিভার্সিটি্ এ বছরই এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবার বিইউএফটি ডিবেট ক্লাব আয়োজন করে বাংলা ও ইংরেজি বিতর্ক ।
বাংলা বিতর্কে এবার ৩২ টি দল অংশগ্রহণ করেছিল এবং ইংরেজি বিতর্কে ১৬ টি দল অংশগ্রহণ করেছিল । বাংলা বিতর্কে এবার চ্যাম্পিয়ন হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটির এপারেল ম্যানুফ্যাকচারিং ১৪২ ব্যাচ ও বাংলা বিতর্কে রানার আপ হয়েছে নীটওয়্যার ম্যানুফ্যাকচারিং ১৪১ ব্যাচ এবং বাংলা বিতর্কে ২য় রানার আপ হয়েছে ১৩১ ব্যাচ । এছাড়া ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে এপারেল ম্যানুফ্যাকচারিং ১৩১ ব্যাচ ও ইংরেজি বিতর্কে রানার আপ হয়েছে এপারেল ম্যানুফ্যাকচারিং ১২২ ব্যাচ এবং ইংরেজি বিতর্কে ২য় রানার আপ হয়েছে টেক্সটাইল ১৩১ ব্যাচ।
২৮ নভেম্বর বিজিএমইএ ইউনিভার্সিটির চেয়ারম্যান মোজাফফার উদ্দিন সিদ্দিকী বিতর্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ট্রফি তুলে দেন । সেখানে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেইন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান । এছাড়া উপস্থিত বিইউএফটি ডিবেট ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ এবং মডারেটর আতিকুর রহমান লিটন।এছাড়া উপস্থিত ছিলেন উক্ত ইউনিভার্সিটির অন্যান্য ফ্যাকাল্টিবৃন্দ এবং সকল বিতর্কিক শিক্ষার্থীরা।
বিজিএমইএ ইউনিভার্সিটির চেয়ারম্যান মোজাফফার উদ্দিন সিদ্দিকী বলেন শিক্ষার্থীরা পরাশুনার পাশাপাশি ইউনিভার্সিটির অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে এবং তিনি এটাও বলেন পরবর্তীতে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আবারও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। এছাড়া বিইউএফটি ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি কাওসার মাহমুদ শিক্ষার্থীদেরকে আরও বিতর্কের প্রতি উৎসাহিত হতে অনুপ্রেরণা দিয়েছেন যেন ভবিষ্যতে বিতর্কিকরাই এদেশের যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে ।
লেখক: প্রচার সম্পাদক, বিইউএফটি ডিবেট ক্লাব ।
ফটোগ্রাফার: আসিফ রেহমান, ১৩১ এপারেল ম্যানুফাকচারিং ।
লেখাপড়া২৪.কম/আরএইচ-৫১৭৯