মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

nationalজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল আজ ২৮ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩০ (ত্রিশ) টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১,২৭৮৮৪ (এক লক্ষ সাতাশ হাজার আট শত চুরায়াশি) জন পরীক্ষার্থী মোট ৮৯ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

 

Post MIddle

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bd অথবা  www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে nu<space>mf<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফল জানা যাবে।

 

উল্লেখ্য, তত্বীয় পরীক্ষা গত ২৪/০৮/২০১৫ তারিখে শুরু হয়ে ৩১/১০/২০১৫ শেষ হয় এবং তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে এ ফল প্রকাশ করা হচ্ছে।

পছন্দের আরো পোস্ট