বাংলাদেশ চা বোর্ডে প্রথম শ্রেণির পদে চাকরি
বাংলাদেশ চা বোর্ডে উচ্চপদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। গবেষণা ও প্রশাসন কাজে প্রথম শ্রেণির পদে ১৪ বছরের অভিজ্ঞতাসহ বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অথবা ১৬ বছরের অভিজ্ঞতাসহ বিএসসিএজি বা এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর। পদটিতে বেতন দেওয়া হবে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৭৪ হাজার ৪০০ টাকা।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণরসায়ন): প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণরসায়ন) পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। গবেষণা কাজে প্রথম শ্রেণির পদে ১২ বছরের অভিজ্ঞতাসহ বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অথবা ১৪ বছরের অভিজ্ঞতাসহ বিজিএসসি বা বিএসসিএজি বা এমএসসি ডিগ্রিসহ এমএস এমফিল বা এমএসসি ডিগ্রি অথবা ১৬ বছরের অভিজ্ঞতাসহ বিজিএসসি বা বিএসসিএজি বা এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান): প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। গবেষণা কাজে প্রথম শ্রেণির পদে ১২ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন পদটিতে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা।
ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা: ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং ১২ বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা।
অর্থনীতিবিদ: অর্থনীতিবিদ পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি, কৃষি অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার টাকা।
বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব): বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণির এমএসসি বা বিএসসিএজি বা বিএসসিএজি (অনার্স) ডিগ্রি থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৪ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :